এয়ারপোর্ট থানা

এয়ারপোর্ট থানা (বরিশাল মেট্রোপলিটন)  আয়তন: ১২৭.৪০ বর্গ কিমি। অবস্থান: ২২°৪৪´ থেকে ২২°৪৮´ উত্তর অক্ষাংশ এবং ৯০°১৬´ থেকে ৯০°২০´ পূর্ব দ্রাঘিমাংশ।

সীমানা: উত্তরে বাবুগঞ্জ উপজেলা, দক্ষিণে কোতোয়ালী থানা, পূর্বে কাউনিয়া থানা, পশ্চিমে ঝালকাঠি সদর ও বাবুগঞ্জ উপজেলা।

জনসংখ্যা: ১৬৬৮৭০; পুরুষ ৮৬১৮২, মহিলা ৮০৬৮৮। মুসলিম ১৫২০৬৯, হিন্দু ১৩৮৮০, বৌদ্ধ ৮০০, খ্রিস্টান ৮৫ এবং অন্যান্য ৩৬।

প্রশাসন: বরিশাল সদর উপজেলার ৪টি ওয়ার্ড এবং বাবুগঞ্জ উপজেলার রহমতপুর, মাধবপাশা, চাঁদপাশা ইউনিয়ন ও বরিশাল সদর উপজেলার কাশীপুর, রায়পাশা কড়াপুর ইউনিয়ন নিয়ে এয়ারপোর্ট থানা গঠিত হয়।

থানা
ওয়ার্ড ও ইউনিয়নমহল্লাজনসংখ্যাঘনত্ব (প্রতি বর্গ কিমি)শিক্ষার হার (%)
শহরগ্রামশহরগ্রাম
৮৭২৫৪৫৯১৪১৪১১১৩১০৮৫.৩৩৬৩.৬২
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়নআয়তন (বর্গ কিমি)লোকসংখ্যাশিক্ষার হার (%)
পুরুষমহিলা
ওয়ার্ড  নং ২৭০.৪৬২৯৫১২৯৮৩৮৪.৬৮
ওয়ার্ড  নং ২৮০.৫৮৩৯২৬৩৬১২৮৬.৭৪
ওয়ার্ড  নং ২৯০.৬৯৩১১৯২৯৯৫৮১.১৪
ওয়ার্ড  নং ৩০০.৫৪৩৩৬৬২৫০৭৮৮.৭৪
কাশীপুর২৩.৭৯১৯৬৫৯১৮২৪৮৬৫.১৩
চাঁদপাশা২৭.৯৪১৪০৬১১৩৭৩৪৬১.৪৩
মাধবপাশা২৭.১১১৩৯৭৮১৩২৬৬৬৫.৪৫
রহমতপুর২৩.০৮১২৬৮১১১৬৩৫৬১.১৫
রায়পাশা কড়াপুর২৩.২১১২৪৪১১১৭০৮৬৪.৯৫

সূত্র: আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

শিক্ষার হার: শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৭৩.২৭%; পুরুষ ৭৫.৫১%, মহিলা ৭০.৮৫%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: বরিশাল ক্যাডেট কলেজ (১৯৮১), ভেটেরিনারি কলেজ, স’মিল হাইস্কুল, কাশিপুর হাইস্কুল, চাঁদপাশা হাইস্কুল, মগরপাড়া প্রাইমারি স্কুল।

গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থান: বরিশাল বিমানবন্দর, বরিশাল বিভাগীয় কমিশনার অফিস, আবহাওয়া অফিস, রেঞ্জ ডি আই জি কার্যালয়, রহমতপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ব্রিজ, দূর্গা সাগর দিঘি।

জনগোষ্ঠীর আয়ের প্রধান: উৎস কৃষি ৩২.০৫%, অকৃষি শ্রমিক ৪.৭০%, শিল্প ২.১৫%, ব্যবসা ২০.৪১%, পরিবহণ ও যোগাযোগ ৫.৭৫%, চাকরি ২০.৭৪%, নির্মাণ ৩.৬৯%, ধর্মীয় সেবা ০.৩৬%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৩.৩৫% এবং অন্যান্য ৬.৮০%।

AirportThanaBCC.jpg

কৃষিভূমির মালিকানা: ভূমিমালিক ৬৪.২১%, ভূমিহীন ৩৫.৭৯%।

প্রধান কৃষি ফসল: ধান, শাকসবজি।

প্রধান ফল-ফলাদিব: আম, কাঁঠাল, লিচু, পেঁপে, জাম, নারিকেল, সুপারি।

মৎস্য ও হাঁস-মুরগির খামার  এ উপজেলায় মৎস্য ও হাঁস-মুরগির খামার রয়েছে।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন: বাহন পালকি, গরু ও ঘোড়ার গাড়ি।

উল্লেখযোগ্য শিল্প ও কলকারখানা: তেল কল, করাত কল, ইটভাটা।

উল্লেখযোগ্য বাজার: এয়ারপোর্ট বাজার, সারশী বাজার, বাবু বাজার।

প্রধান রপ্তানিদ্রব্য:  ধান, শাকসবজি।

বিদ্যুৎ ব্যবহার: এ থানার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৫৫.০২% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস: নলকূপ ৮৮.৪৮%, পুকুর ৩.৪২%, ট্যাপ ৬.৫০% এবং অন্যান্য ১.৬০%।

স্যানিটেশন ব্যবস্থা: এ উপজেলার ৬৬.৯০% পরিবার স্বাস্থ্যকর এবং ২৯.৪৯% পরিবার অস্বাস্থাকর ল্যাট্রিন ব্যবহার করে। ৩.৬১% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

এনজিও: ব্র্যাক।  [আক্তারউদ্দিন চৌধুরী]

তথ্যসূত্র   আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; এয়ারপোর্ট থানা মাঠ পর্যায়ের প্রতিবেদন ২০১০।