Tuesday, 21 May 2024

   02:13:41 AM

bmp
logo
বিএমপি'র গোয়েন্দা শাখার অভিযানে প্রতারক চক্রের ০১ জন সদস্য গ্রেফতার। বিএমপি মিডিয়া সেল।

3 months ago

বিএমপি'র গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক(নি:) জনাব, ছগির হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৩-০২-২০২৪ খ্রিঃ বিকেল ১৬.০০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন ১২নং ওয়ার্ডস্থ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল এর মাঝখানের গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
এসময় সৌদি রিয়াল দেখিয়ে কম দামে বিক্রির কথা বলে সহজ-সরল লোকদের নিকট প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য অবস্থান করা কালীন অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ রুহুল আমিন মিন্টু (৪০), পিতা-মৃত চান মিয়া, মাতা-আমেনা বেগম, সাং-বাইনবুনিয়া, ০১ নং ওয়ার্ড, পোঃ-বাইনবুনিয়া, ০১নং গুলিশাখালী ইউপি, থানা-আমতলী, জেলা-বরগুনার হেফাজত হতে তার পরিহিত লুঙ্গির ভিতরে পরিহিত ০১টি আকাশী- নীল- কালো কালারের ও ০১টি সাদা- কালো কালারের আন্ডার ওয়ার প্যান্ট এর মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে খবরের কাগজে মোড়ানো ০১টি কাপড় ধোয়ার সবুজ রংয়ের Wheel সাবান এর উপর ২০(বিশ) ইঞ্চি লম্বা এবং ০৩(তিন) ইঞ্চি চওড়া ১৮টি লেখা বিহীন নিউজ প্রিন্ট কাগজের ভাজ করা বান্ডেলের উপর ১০০(একশত) মূল্যমানের ০১টি কাগজের তৈরি SOUDI RIYAL ও ৫০(পঞ্চাশ) মূল্যমানের ০২টি কাগজের তৈরি SOUDI RIYAL এবং প্রতারনার কাজে ব্যবহৃত ০১টি নেভী ব্লু কালারের Symphoni-D82, বাটন মোবাইল ফোন উদ্ধারপূর্বক তাকে আটক করেন।
ধৃত আসামীসহ ঘটনার সময় পলাতক আসামী এবং তাহাদের চক্রের সহিত জড়িত পলাতক অপর ০৩ জন আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।