Monday, 20 May 2024

   08:59:15 PM

bmp
logo
পুলিশ অফিসার কর্তৃক ত্রৈমাসিক ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, মতবিনিময় ও সচেতনতা মূলক বক্তব্য প্রদান।

2 years ago

বরিশাল নগর পুলিশের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ অফিসার কর্তৃক পরিদর্শন কার্যক্রমের আওতায় ২৪ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ কোতোয়ালি মডেল থানাধীন ০৫ নং বিটে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, ১০ নং বিটে নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, ২০ নং বিটে
বরিশাল নৈশ মাধ্যমিক বিদ্যালয়, ২৬নং বিটে
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, ৩০ নং বিটে
আনছার উদ্দিন মল্লিক কলেজ
বন্দর থানাধীন ০৮ নং বিটে
বিকে মাধ্যমিক বিদ্যালয়, ০৯ নং বিটে
পতাং মাধ্যমিক বিদ্যালয়, ১০ নং বিটে
চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়
কাউনিয়া থানাধীন ০৬ নং বিটে
পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ০৬ নং বিটে
শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়,১৮ নং বিটে
চূড়ামান আলহাজ্ব আব্দুল আলী দাখিল মাদ্রাসা, ০৮ নং বিটে ইসলামীয়া কলেজ
ও এয়ারপোর্ট থানাধীন ১৬ নং বিটে
বকশির চর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ২১ নং বিটে মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংশ্লিষ্ট বিট অফিসার পরিদর্শন করেন।
এরমধ্যে কোতোয়ালি মডেল থানাধীন ২৬ নং বিটে
হাতেম আলী কলেজ বরিশালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ ফজলুল করিম, অধ্যক্ষ (সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ) ডক্টর মুস্তফা কামাল উপস্থিত ছিলেন।
শিক্ষা-প্রতিষ্ঠান পরিদর্শনকালে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব প্রতিরোধে , ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম,
বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলাই এই চলমান কার্যক্রমের উদ্দেশ্য।
এরই ধারাবাহিকতায় , বরিশাল মেট্রোপলিটন এলাকার ০৪টি থানাধীন ১৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বৎসর "জানুয়ারী থেকে মার্চ" মাসের মধ্যে প্রথম বার, "এপ্রিল থেকে জুন" মাসের মধ্যে দ্বিতীয় বার, "জুলাই থেকে সেপ্টেম্বর" মাসের মধ্যে তৃতীয় বার এবং "অক্টোবর থেকে ডিসেম্বর" মাসের মধ্যে চতুর্থ বার পরিদর্শন করা হয়।