Tuesday, 21 May 2024

   01:27:59 AM

bmp
logo
ভালো পারফরম্যান্স এ উন্নত পুরস্কার, গাফিলতির কারণে কঠোর বিভাগীয় ব্যবস্থা । ______বিএমপি কমিশনার

2 years ago

  ০৯ অক্টোবর ২০২১ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় বিএমপি সদর-দপ্তর সম্মেলন কক্ষে বিএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা সেপ্টেম্বর /২০২১ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সম্মানিত পুলিশ কমিশনার বিএমপি  মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার।
সভার শুরুতেই সভাপতি  বিগত মাসের খাতওয়ারী অপরাধ চিত্র'র সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারী অপরাধ চিত্র, থানায় বিরোধ নিষ্পত্তি ও গুরুত্বপূর্ণ মামলার খাতওয়ারী বিবরণী পর্যালোচনা করা সহ প্রদেয় নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন এবং আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
সভাপতি মহোদয় গুরুত্বপূর্ণ মামলা সমূহ দ্রুত নিষ্পত্তি দানে জোর তাগিদ দিয়ে বলেন, সেবা প্রদানে আরও দক্ষতা, পারদর্শিতা বাড়াতে হবে, সাজা ও ওয়ারেন্ট তামিলে আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে।এক্ষেত্রে ভালো পারফরম্যান্স এ উন্নত পুরস্কারের যেমন দিয়ে থাকি, কোন অফিসারের মামলা তদন্ত ও নিষ্পত্তিতে গাফিলতি পেলে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাষ্ট্রের কর্মচারী হিসেবে সকলের আন্তরিক অংশগ্রহণে একটি নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি  প্রলয় চিসিম,
অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন  এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম , অপারেন্স এন্ড প্রসিকিউশন)  মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা , উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি  মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি  মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি  এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি  খান মুহাম্মদ আবু নাসের,
উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বিএমপি  মোঃ মনজুর রহমান পিপিএম-বার, বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।